চৌকাঠ সাধারণত যে যে সাইজের হয়ে থাকেঃ
চৌকাঠের বর্ণনা | পাল্লার সাইজ | চৌকাঠের সাইজ | চৌকাঠের জন্য ইটের গ্যাপ |
বারান্দা ও রান্নাঘরের জন্য | ২৬.৫” X ৮২” | ৩০” X ৭’ | ৩১” X ৭’-১” |
বেড রুমের জন্য | ৩২.৫” X ৮২” | ৩৬” X ৭’ | ৩৭” X ৭’-১” |
বেড রুমের জন্য (বড় ) | ৩৬.৫” X ৮২” | ৪০” X ৭’ | ৪১” X ৭’-১” |
মেইন গেট (ছোট) | ৩৬.৫” X ৮২” | ৪০” X ৭’ | ৪১” X ৭’-১” |
মেইন গেট | ৩৮.৫” X ৮২” | ৪২” X ৭’ | ৪৩” X ৭’-১” |
চৌকাঠের সাইজের সাথে Brick Wall এর Opening এর সাইজের সম্পর্ক কি?
Brick Wall সাধারণত চৌকাঠের সাইজের চেয়ে ১”বেশি চওড়া রাখা হয়। উচ্চতার ক্ষেত্রেও ১” বেশি রাখা হয়। যেমনঃ একটি ৩৬” বাই ৭ ফুট চৌকাঠের ক্ষেত্রে Brick Wall এর Opening হবে ৩৭” X ৭ ফুট ১”।
চৌকাঠের জন্য সবচেয়ে ভালো কাঠ কোনগুলো এবং এগুলোর সুবিধা ও অসুবিধাগুলো কি কী?
চৌকাঠের জন্য সবচেয়ে ভালো কাঠ হচ্ছে চিটাগাং শিলকড়ই। এ কাঠের সুবিধাগুলো হচ্ছে, এ কাঠ সঠিকভাবে সিজন করলে বাঁকা হওয়া, ফেটে যাওয়া, পচে যাওয়া, পোকা ধরা ইত্যাদি সমস্যাগুলো হয়না। এবং তুলনামূলকভাবে দাম কম।
তবে এ কাঠের অসুবিধা হচ্ছে, এ কাঠের পলের রং সাদা হয় কিছুদিন পর খসে পড়ে যায়। এর রং কিছুটা গাড় লালচে-খয়েরী রঙয়ের হয়। যা বার্মাটিক বা চিটাগাং টিক এর সাথে কিছুটা মিলে, এছাড়া অন্য কোনো কাঠের সাথে মিলে না।
বার্মাটিক কাঠ, চৌকাঠের ক্ষেত্রে সবচেয়ে ভালো ও দামি। মেইন গেটের ক্ষেত্রে সাধারণত সবাই চেষ্টা করে বার্মাটিকের চৌকাঠের সাথে পাল্লা মিলিয়ে নিতে। এগুলো দেখতে অনেক সুন্দর হয়। বার্মাটিক চৌকাঠ ও পাল্লার ক্ষেত্রে অনেক চওড়া কাঠ সংগ্রহ করা সম্ভব। ১১” X ২ ” চৌকাঠ সহজেই সংগ্রহ করা সম্ভব।
তবে এ কাঠের অসুবিধা হচ্ছে, এ কাঠের দাম অনেক বেশি। অনেক আসাধু ব্যবসায়ী বার্মাটিকের সঙ্গে অন্য কাঠ মিশিয়ে দিতে পারে।
চিটাগাং সেগুন এখন সাধারনত খুব ভালো মানের পাওয়া যায় না। তবে তুলনামূলকভাবে এ কাঠের দাম বার্মাটিকের চেয়ে একটু সস্তা। তবে ১০” এর উপরে কাঠ সংগ্রহ করা বেশ কঠিন। ১১” X ২ ” চৌকাঠ সংগ্রহ করা সম্ভব নয়। এই কাঠে কিছুটা পল থাকে। কমপক্ষে ১০% পল থাকতে পারে। তবে এ কাঠের পলে সহসা পোকা ধরে না।
যশোর মেহগনির মেচিউর কাঠ চৌকাঠের জন্য অত্যন্ত ভালো। আমরা সাধারণত কম মোটা গাছ থেকে চৌকাঠের কাঠ সংগ্রহ করে থাকি। এ গাছগুলোর ঘনত্ব এবং সিজন করার পর ওজন তুলনামূলকভাবে বেশি থাকে, বাঁকা হবার প্রবণতা কম থাকে এবং পোকা ধরে না। এছাড়াও আমরা কেমিক্যাল ট্রিট্ম্যান্ট করে থাকি। এ চৌকাঠ দামের দিক দিয়েও অনেক সুলভ।