আমাদের ব্যাবহৃত সমস্ত কাঠই KILN-DRY CHAMBER এ সিজন করা।

চৌকাঠের জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করিঃ

  • চিটাগাং শিল করাই ( চিটাগাং থেকে আগত )
  • বার্মা টিক ( বার্মা থেকে আগত )
  • চিটাগাং টিক ( চিটাগাং থেকে আগত )
  • টিক চাম্বুল ( বার্মা থেকে আগত )
  • মেহগিনী ( যশোর থেকে আগত )

চৌকাঠের মাপ ও সাইজঃ
--------

চৌকাঠ সাধারণত ২ রকম মাপের হয়ে থাকে।

  • ২.২৫” X ৫.৭৫” ( ৫” ইটের গাঁথুনির জন্য )
  • ২.২৫” X ১০.৭৫”( ১০” ইটের গাঁথুনির জন্য )

১০” ইটের গাঁথুনিতে ২.২৫” X ৫.৭৫” পুরুত্তের চৌকাঠ ব্যবহার করা জেতে পারে।

চৌকাঠ সাধারণত ৪ সাইজের হয়ে থাকেঃ

চৌকাঠের বর্ণনা চৌকাঠের সাইজ পাল্লার সাইজ চৌকাঠের জন্য ইটের গ্যাপ
রান্নাঘর বা বারান্দার জন্য ৩০” X ৭’ ২৬.৫” X ৮২” ৩১” X ৭’-১”
বেড রুমের জন্য ৩৬” X ৭’ ৩২.৫” X ৮২” ৩৭” X ৭’-১”
বেড রুমের জন্য ( বড় ) ৪০” X ৭’ ৩৬.৫” X ৮২” ৪১” X ৭’-১”
মেইন গেট (ছোট) ৪০” X ৭’ ৩৬.৫” X ৮২” ৪১” X ৭’-১”
মেইন গেট ৪২” X ৭’ ৩৮.৫” X ৮২” ৪৩” X ৭’-১”

পাল্লা ও চৌকাঠের মাপ এছাড়াও অন্য যেকোনো সাইজের হতে পারে।

পাল্লার জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করিঃ

  • বার্মা টিক ( বার্মা থেকে আগত )
  • চিটাগাং টিক ( চিটাগাং থেকে আগত )
  • টিক চাম্বুল ( বার্মা থেকে আগত )
  • চিটাগাং গামারি (চিটাগাং থেকে আগত )
  • মেহগিনী ( যশোর থেকে আগত )

বিশেষ দ্রষ্টব্যঃ পাল্লার জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করি, তার মধ্যে বার্মার টিক চাম্বুল কাঠেই একটু সমস্যা হয়। অনেক মডেলে সমস্যা কম হয় আবার অনেক মডেলে সমস্যা বেশি হয়। আমাদের চিটাগাংএর টিক চাম্বূল অনেক ভালো, কিন্তু তা সহজলভ্য নয়।

সিজন করা বার্মার টিক চাম্বুলের চৌকাঠে কোন সমস্যা হয়না, বরং অনেক সুন্দর এবং ভালো।

পাল্লার মাপ ও সাইজঃ

পাল্লা সাধারণত ১.৫ ইঞ্চি পুরুত্তের হয়, ১.৭৫ ইঞ্চি অথবা ২ ইঞ্চিও হতে পারে।

পাল্লার মাপগুলি সাধারণতঃ

চৌকাঠের বর্ণনা পাল্লার সাইজ চৌকাঠের সাইজ চৌকাঠের জন্য ইটের গ্যাপ
বারান্দা ও রান্নাঘরের জন্য ২৬.৫” X ৮২” ৩০” X ৭’ ৩১” X ৭’-১”
বেড রুমের জন্য ৩২.৫” X ৮২” ৩৬” X ৭’ ৩৭” X ৭’-১”
বেড রুমের জন্য (বড় ) ৩৬.৫” X ৮২” ৪০” X ৭’ ৪১” X ৭’-১”
মেইন গেট (ছোট) ৩৬.৫” X ৮২” ৪০” X ৭’ ৪১” X ৭’-১”
মেইন গেট ৩৮.৫” X ৮২” ৪২” X ৭’ ৪৩” X ৭’-১”

পাল্লা ও চৌকাঠের মাপ এছাড়াও অন্য যেকোনো সাইজের হতে পারে।

TOP
হোয়াটসঅ্যাপ
ফোন করুন
ম্যাপ দেখুন
-